নিজেস্ব প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭০।
করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৭২ জনের। তবে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৬৯৪ জন। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১০১৫ জন, সদর উপজেলা ৭৭২ জন, বন্দর উপজেলা ৬৮ জন, রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন, সোনারগাঁও উপজেরায ১৭৮ জন ও আড়াইহাজার উপজেলায় ৯৮ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত তিন রোগীর দুজন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে সরকার। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৭২ জনের।
Leave a Reply