প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের থাকার ব্যবস্থা করলেন জেলার দুই সাংসদ একেএম শামীম ও সেলিম ওসমান।
শুক্রবার (১৭ এপ্রিল) থেকে হাসপাতালের সকল চিকিৎসক নারায়ণগঞ্জ ক্লাব ও সকল নার্স জেলা পরিষদের ডাক বাংলোতে বসবাস করবেন বলে জানিয়েছেন ৩শ’ শয্যার আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও তাদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্য অস্থায়ী বাসস্থানের জন্য চেষ্ট করছিলাম কিন্তু তা সম্ভব হচ্ছিল না। এমন সময় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ একেএম শামীম ও সেলিম ওসমান চিকিৎসকদের জন্য নারায়ণগঞ্জ ক্লাব ও নার্সদের জন্য জেলা পরিষদের ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করেন। এটি একটি সময় উপযোগি পদক্ষেপ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ডা. সামসুদ্দোহা সঞ্চয় প্রেস নারায়ণগঞ্জকে বলেন, আমাদের দুই সাংসদ একেএম শামীম ও সেলিম ওসমান, জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ ক্লাবের সঙ্গে সমন্বয়ে চিকিৎসকদের নারায়ণগঞ্জ ক্লাবে ও নার্সদের জেলা পরিষদের ডাক বাংলোর তিনটি কক্ষে থাকার ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, আজ থেকে করোনা পরিস্থিতি শেষ হওয়া পর্যন্ত চিকিৎসক ও নার্সরা সেখানেই থাকবেন। এছাড়া কোয়ারেন্টিনে যাবার প্রয়োজন হলেও তারা সেখানেই কোয়ারেন্টিনে থাকবেন।
Leave a Reply