স্টাফ রিপোর্টার: প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয় (অবরুদ্ধ) ৭ এপ্রিল রাতে। মহামারী কোভিড-১৯ এর কড়াল ছোবলে একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ। ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫৫ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ১৫ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ২১৪ জন, এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। ১৬ এপ্রিল নতুন ৪১ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ৩৪১ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৬০ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।
Leave a Reply