নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সৈকত হাসান ইকবালের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারী) সন্ধ্য়ায় কাশীপুর খিল মার্কেট ঈদগাহ্ এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈকত হাসান ইকবাল’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মইনুল হোসেন রতন, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মুক্ত, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, নরসিংদী শহর যুবদলের সদস্য সচিব মোঃ রাকিব, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সালাম, রতন, কাইউম, কাশীপুর ৩নং ওয়ার্ডের আকাশ, শাওন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজক হিসেবে ছিলেন- তানভীর আহম্মেদ সোহাগ, মোস্তফা আহম্মেদ রাকিব, হাবিবুর রহমান হাবিব, জামাল হোসেন, আলামিন, মিন্টু, সুমন, পিন্টু প্রমূখ।
প্রসঙ্গত ২০১৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান। আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাশীপুর চৌধুরীগাঁ হাজী জামের মসজিদের ইমাম ও খতিব মুফতি সোহায়েল আহম্মেদ।
Leave a Reply