নিজস্ব প্রতিনিধি: বর্তমান বিশ্বে জুজু হচ্ছে করোনা ভাইরাস।মানুষ এখন আতঙ্কিত, লক ডাউনে বিপর্যস্ত জন জীবন। হাঁপিয়ে উঠছে মানুষ, বুক চিড়ে একটা দীর্ঘ নিশ্বাস নিতে যেনো কষ্ট হয়। ঘুড়ি হয়ে আকাশের বুকে ডানা মেলতে চায় মন।
ত্রিশ দিন সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঈদ আনন্দও যেনো ফিকে।
বন্দী জীবনের ক্লান্তি দুর করে ঈদ আনন্দকে উপভোগ করার জন্য যুবলীগ নেতা রুবেল মাতবর নারায়ণগঞ্জের রসুলবাগ এলাকাবাসীকে নিয়ে ঈদের দিন বিকেলে এক ব্যাতিক্রমী ঘুড়ি উৎসবের আয়োজন করেছে। বর্তমান অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার বাড়িতে থেকে ঘুড়ি উড়ানো হয়।
ঘুড়ি উৎসবের উদ্যোক্তা যুবলীগ নেতা রুবেল মাতবর লকডাউন হওয়ার পর থেকে কয়েক দফায় নিজ অর্থায়নে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন এবং ঈদ উপলক্ষ্যে ঈদ উপহার হিসাবে চাল, চিনি, সেমাই, পোলাও চাল,দুধ দেন প্রায় তিন’শ পরিবারকে।
ছবি- মোঃ ওয়ারদে রহমান
রুবেল মাতবর বর্তমান খবর প্রতিনিধির কাছে বলেন, আমি তেমন কিছুই করি নাই আমার সাধ্যের মধ্যে যতটুক সম্বব আমি ততটুক করার চেষ্টা করেছি। এটা নৈতিক দ্বায়িত্ব থেকেই করেছি আরো বেশী কিছু করা দরকার ছিল কিন্তু আমি তা করতে পারিনি, আমার সামর্থের মধ্যে ছিল না বলে করতে পারিনি।আমাদের এলাকায় বহু বৃত্তবান লোক আছেন তারা যার যার স্থান থেকে যদি অসহায় মানুষদের সহায়তা দেন তা হলে অসহায় মানুষগুলার দুঃখ কিছুটা লাগব হয়। এ দেশ আমাদের আমরাই এ দেশকে সুন্দর রাখব।
তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মধ্যে করোনা আক্রান্ত জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য ও দেশের জন্য। করোনাকে আমার অবশ্যই জয় করবো ইনশাআল্লাহ্। আসুন আমার সবাই নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। সাবান দিয়ে হাত ও মুখ ধুই। স্বাস্থ্য বিধি মেনে চলি। সবাইকে ঈদ মোবারক।
Leave a Reply