নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, বঙ্গবন্ধু একটি অনুভুতির নাম যা ১৮ কোটি মানুষের অনুভুতির প্রতীক বঙ্গবন্ধু একটি দেশের নাম। সুতরাং বঙ্গবন্ধুকে অবমাননা করা মানে দেশকে অবমাননা করা । তাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাতে কেউ কটুক্তি করতে না পারে সেজন্য জাতীয় সংসদে আইন পাশ করা উচিত করতে হবে।
গত শনিবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগ এর প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান সরকারী তোলারাম কলেজের সাবেক ভিপি বাদল।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, যেসব মাওলানা ভাস্কর্য বিরোধী ফতোয়া দেন তারা কোরানের কোথায় এটা লেখা আছে তা কি দেখাতে পারবেন? যারা মুক্তিযুদ্ধে দেশবিরোধী ছিলেন তাদের দোসরারাই এখন এসব কথা বলছেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগ এর সভাপতি বর্ষীয়ান নেতা সাইফ উল্লাহ বাদল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগে’র সিনিয়র সহ-সভাপতি এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ খাঁন, যুগ্ম-সম্পাদক খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগ’র সভাপতি আবু মোঃ শরীফুল হক প্রমূখ।
সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফতুল্লা লঞ্চঘাট পর্যন্ত গিয়ে আবার পঞ্চবটি এসে শেষ হয়েছে।
Leave a Reply