নিজস্ব প্রতিনিধি মোঃ ওয়ারদে রহমান:
নারায়ণগঞ্জে নবগঠিত জেলা বিএনপি’র প্রথম কর্মসূচীতেই দলীয় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে । সোমবার (১১ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি’র আহবায়ক তৈমূর আলম খন্দকার ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান’র সমর্থকরা নিজেদের মধ্যে এই বিরোধে জড়ান। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপস্থিত নেতাকর্মীরা জানান- ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে তৈমূর আলম সমর্থক দুলাল ও কাজী মনির সমর্থক রিপন এর মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয় এবং পরে এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবীতে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার’র সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন- জেলা বি এন পি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, নাছির উদ্দিন, আব্দুল হাই রাজু, এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, নজরুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, রিয়াদ মোঃ চৌধুরী, একরামুল কবির মামুন, শাহ্ আলম মুকুল, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন,সাইফুল ইসলাম প্রমূখ।
এ ব্যপারে জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন- নেতাকর্মীদের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়েছে পরে তা নিজেদের মধ্যেই সমাধান করা হয়েছ।
প্রসঙ্গত চলতি বছরের প্রথমদিন নারায়ণগঞ্জ জেলা বি এন পি’র কমিটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও আগের কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে ৪১ সদস্যের বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply