নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ চাষাড়ায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় নগরীর চাষাড়াস্থ ২৮০নং, নিউ বঙ্গবন্ধু রোডে জমকালো আয়োজনে নতূন সাজে, নতূন রূপে ত্রিনাথ সুইট’র শুভ উদ্ধোধন করলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তানভীর আহমেদ টিটু।
ত্রিনাথ সুইট’র মালিক গিরিদারি ঘোষ বলেন, দীর্ঘ অনেক বছর ধরেই আমি সুনামের সহিত ব্যাবসা করে আসছি। আপনাদের সকলের সহযোগিতায় বিগত দিনের থেকে আরো সুন্দর এবং খাবারের গুণগত মান ভালো রেখে গ্রাহকদের সেবা দিয়ে যাবো।
এদিকে ত্রিনাথ সুইট’র মালিক গিরিদারি ঘোষ’র একমাত্র ছেলে রবিন ঘোষ বলেন, দেশ ডিজিটাল হচ্ছে তাই আমাদেরও উচিত আমাদের কর্মস্থল এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল করা। এ চিন্তাধারায় ত্রিনাথ সুইট সম্পুর্ণ ডিজিটাল ভাবে সাজানো হয়েছে।
উদ্ধোধন অনুষ্ঠানকালে অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply