ষ্টাফ রিপোর্টঃ
বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৫০৫০ জাতীয় শ্রমিক লীগের অন্তরভুক্ত) এর ত্রি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন- সভাপতি সেলিনা মাহমুদ মাসুমা, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক বোরহান, সহ-সাধারণ সম্পাদক নাছির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নাছির মাহমুদ শাহেদ, কোষাধ্যক্ষ রাশেদ মিয়া, দপ্তর সম্পাদক হানিফ, প্রচার সম্পাদক মোস্তাহেদ রাজিব, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাহাউদ্দীন শাহ, আইন ও দর-কষাকষি সম্পাদক মিজানুর রহমান মোল্লা, কার্যকরী সদস্য জাহাঙ্গীর হোসেন।
নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত কমিটি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মুক্ত গার্মেন্টস ফতুল্লা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হেলেনা খাতুন জয়া, জেলা শ্রমিক লীগের সদস্য বোরহান মিয়া, পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম কবীর হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন প্রমূখ।
Leave a Reply