স্টাফ রিপোর্ট: নারায়ণগঞ্জ পুলিশ সুপারের গাড়ী চালক সানোয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে তার দেহে করোনার জীবানু আছে বলে আইইডিসআর থেকে রিপোর্ট এসেছে। গত পরশুদিন তার করোনা টেস্টেও জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। সানোয়ারকে নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, ড্রাইভার সানোয়ারের কোন করোনা উপসর্গ ছিলনা। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য তাকে করোনা টেস্ট করানো হয়। এত তার রেজাল্ট পজিটিভ এসেছে।
তিনি জানান, সানোয়ারের করোনা আক্রান্তের বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা আরো কিছু পুলিশ সদস্যের করোনা টেস্ট করাবো নিশ্চিত হওয়ার জন্য।
Leave a Reply