ষ্টাফ রিপোর্টঃ
শুক্রবার (৫ মার্চ) বিকালে সদর উপজেলার বক্তাবলীতে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রয়াত বরণ্যে শিক্ষক রেখা সুলতানার স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় বক্তারা বলেন- রেখা সুলতানা ছিলেন একজন আলোকিত মানুষ, মানবিক শিক্ষক। তিনি বক্তাবলীতে জ্ঞানের আলো ছড়িয়েছেন। মানুষ গড়ার এই কারিগর তাঁর ছাত্রদের হৃদয়ে জীবিত থাকবেন আজীবন। বক্তাবলী এলাকার সামাজিক সংগঠন “মানবিক বক্তাবলী” এ স্মরণসভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক ছিলেন এড. আওলাদ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শহীদ উল্লাহ, সমাজসেবক আব্দুল বারেক মোল্লা, খালেক মাস্টার ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কানাইনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হারুনুর রশিদ সরকার দুলাল, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন- প্রকৌশলী আবু সাঈদ রিংকু, আলোকিত বক্তাবলী’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
উল্লেক্ষ্য এলাকার বরেণ্য শিক্ষক রেখা সুলতানা গত ২৬ ফেব্রুয়ারী মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply