মোঃ ওয়ারদে রহমান: নগরীর ১নং রেলগেইট বটতলা হতে ৫০ পিছ ইয়াবা সহ এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ইজিবাইক চালক কামরুল হাসান (২৫) কাশীপুর খিলমার্কেটস্থ ভাড়া বড়িতে থাকে।
সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী কামরুলকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ইজিবাইক চালক কামরুল হাসানের বাবার নাম মোঃ খোকন । তারা পরিবারসহ কাশীপুর খিলমার্কেটে ভাড়া বাড়িতে থাকে। সে দেওভোগ বাঁশমুলি সংলগ্ন জুলহাস মিয়ার গ্যারেজের ইজিবাইক চালায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মোঃ ছাইয়েদুল ইসলাম বর্তমান খবর প্রতিনিধিকে জানান, ডিউটিরত অবস্থায় সন্দেহ হলে তাকে তল্লাশি চালালে তার কাছে ৫০ পিছ ইয়াবা পাওয়া যায়, এবং ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply