ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শুক্রবার (৫ ফ্রেব্রয়ারী) বিকেলে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত নারায়ণগঞ্জ গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন- আলোকিত মানুষ গড়তে পাঠ্যাবাস গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জকে আরো সমৃদ্ধ করতে সরকারি গণগ্রন্থাগারে মুক্তিযুদ্ধের কর্ণার তৈরি করা হবে। যেখান থেকে ইতিহাস ঐতিহ্য মানুষ জানতে পারবে। সামাজিক অবক্ষয় রোধে সামাজিক সংগঠনসমূহের লাইব্রেরি গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ শফিউল ইসলাম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল ও লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া। সভায় মূখ্য আলোচক ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাওলাদার।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের সভাপতি এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ রায় ভদ্র ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “মানব কল্যাণ পরিষদ”র চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, প্রভাত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ দিল মোহাম্মদ দিলু, ভ্রমণগাঁও দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি আলেয়া বেগম প্রমূখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ লাইব্রেরী হিসেবে “মারুফ শারমিন পাঠাগার” কে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply