স্টাফ রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী মহিউদ্দিৱ বেপারী৷ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী৷ পরে তার মৃত্যু হয়৷ মৃত ব্যক্তির করোনা নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়৷
জানা যায়, ফতুল্লার ইদ্রাকপুর এলাকার চাঁদ ডাইং অ্যান্ড প্রসেসিং মিলসের কর্ণধার ও ইটভাটার ব্যবসায়ী ছিলেন মহিউদ্দিন ব্যাপারী৷ তার বয়স ছিল ৭০ বছর৷ তিনি পশ্চিম সস্তাপুরের কাঠেরপুল এলাকার মৃত আলেক চান ব্যাপারীর পুত্র।
এ বিষয়ে ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন৷ আজ তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি৷ যতটুকু জানি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷
Leave a Reply