নিজস্ব সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ইউ এসবি এক্সপ্রেস-এ নৈশ প্রহরীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ডরিক মাদানী টাওয়ারে ইউএসবি নামক একটি কুরিয়ার সার্ভিসে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের হাতে নিহত নৈশ্য প্রহরীর নাম মিলন মিয়া (৫৫ আনুমানিক)। তিনি মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এছাড়াও এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ্য প্রহরী আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা জানান- বৃহস্পতিবার আনুমানিক রাত তিনটার- সাড়ে তিনটার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশ প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত-পা বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে। এ সময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও কয়েকটি ফ্রিজসহ ১৬-১৭ লক্ষ টাকার মালামাল লুট করে একটি পিকআপযোগে চলে যায় ডাকাতরা। এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে নৈশ প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন- নৈশ প্রহরীকে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply