ডেস্ক রিপোর্টঃ
দিন পরিক্রমায় শেষ হয়ে এলো সিয়াম সাধনার মাস রমযান, সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর। দির্ঘ এক মাস রোজা রাখার পর নারায়ণগঞ্জসহ দেশের সকল জনগণকে আগত ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় পার্টির সভাপতি,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল না’মহানগর সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক জোট(বাসাজ) নাারায়ণগঞ্জ জেলার সহ -সভাপতি কাজী মোহসিন।
বর্তমান খবর প্রতিনিধির সাথে আলাপচারিতায় সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় পার্টির অন্যতম সংঘঠক ও সভাপতি কাজী মোহসিন বলেন- বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ঈদ মুসলমান ধর্মাম্বলীদের প্রধান উৎসব। একজন মুসলমান হিসেবে এই ঈদে আমি সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা দির্ঘ এক মাস রোজা রেখেছি, বরকতময় এই রমযান শেষে ঈদের আনন্দ বয়ে যাক বাংলার প্রিতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের জীবনে। বর্তমানে করোনা পরিস্থিতি মধ্য দিয়ে দেশ দিনপাত করছে তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের এই ঈদ আনন্দকে যেন করোনা মাটি না করে দেয়, তাই আসুন আমরা সবাই স্বাস্থ্য সচেতন হই, সকলে মাস্ক ব্যবহার করি, নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করি। সবািইকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির পক্ষ থেকে অগ্রীম ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।
Leave a Reply