ষ্টাফ রিপোর্টঃ
নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরসহ প্রায় সব থানা এলাকাতেই মশার উপদ্রপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেশ কয়েকদিন যাবত ব্যাপকভাবে জেলায় মশার উপদ্রপ বাড়লেও মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কার্যকর কোন প্রদক্ষেপ। দিনের বেলাতেও সকল সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর, পাড়া-মহল্লাতে মশার উপদ্রপে অফিস করা ও স্বাভাবিক জীবন-যাপন কঠিন হয়ে পড়ছে। দিন শেষে সন্ধ্যা নামার সাথে সাথে এ উপদ্রপ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এদিকে মশার কামড়ে ছড়িয়ে পড়ছে ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ব্যাধি।
স্থানীয়দের দাবি- নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা, অপরিচ্ছন্ন খাল-বিলের ময়লা পানি, নর্দমা,ডাষ্টবিন ও জঙ্গল পরিষ্কার না করায় এসব স্থানে মশার বংশ বিস্তার ঘটেছে।
ফতুল্লা থানা পাগলা শাহী বাজার এলাকার বাসিন্দারা বলেন- এই এলাকার আশেপাশে অনেক ডাষ্টবিন, ডোবা-নালা, জমীতে জমে থাকা পানি, ময়লা আর্বজনা, কল কারখানার বর্জ্য ইত্যাদি কারনে এলাকায় মশার প্রাদুর্ভাব প্রচুর কিন্তু জনপ্রতিনিধিদের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় অতিষ্ট জনজীবন।
ফতুল্লা রামারবাগ এলাকার বাসিন্দারা জানায়- দিনের বেলায়ই মশার যন্ত্রনায় অস্থির তাহলে সন্ধ্যার পরের অবস্থাটা বুঝেন।
পঞ্চবটি এলাকার ব্যবসায়ীরা জানায়- ভাই নারায়ণগঞ্জে এখন মশার রাজত্ব চলছে, মনে হয় মশার জন্য ব্যবসা-বানিজ্য, ঘর-বাড়ি ছেড়ে পালাতে হবে।
শহরের পাইকপাড়া, নয়ামাটি, ডি আই টি, টানবাজার, জামতলা, খানপুর, তল্লা, বরফকল সর্বত্রই মশা বাহিনির জয়-জয়োকার।
বন্দর থানা এলাকায় বন্দর বাজার, ঘাড়মোড়া, ফরাজিকান্দা, সোনাকান্দা, নবিগঞ্জ, কুশুরা, মিনারবাড়ি, সাবদি, লাঙ্গলবন্দ, পাতাকাটা, দেওলী, সোমবাড়িয়া বাজার, তালতলা, ইস্পাহানি এলাকাগুলিতে “বর্তমান খবর” প্রতিনিধির সরেজমিন রিপোর্টে মশা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ লক্ষ্য করা যায়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সরেজমিনে জানা যায়- নাসিক-১,২,৩,৪,৮,১০ নং ওয়ার্ড এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ফগার মেশিন ও মশার ঔষধ ছিটানো মেশিন দিয়ে মশা নিধনে উদ্যোগ নেয়া হলেও তা লোক দেখানো কর্মসূচী ব্যতিত কার্যকর কোন পদক্ষেপ নয়।
এছারাও সোনারগাঁ, রুপগঞ্জ, আড়াইহাজার এলাকাতেও মশাদের রাজত্ব চলছে বলে স্থানীয়দের অভিমত। তাই নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসক, সিটি মেয়র, এমপি, ইউ এন ও, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের প্রতি মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
Leave a Reply