বর্তমান খবর ডেস্ক: নারায়ণগঞ্জের বহুল পরিচিত পাচঁটি অনলাইন পত্রিকা কোন ধরনের নোটিশ ছাড়া রাতের আধারে বন্ধ করে দেয়া হয়। এ অনিয়মের প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদ মানববন্ধন করেন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সকল সদস্য সহ নারায়ণগঞ্জ সদর প্রেসক্লাবের অনেক গণ্যমান্য ব্যক্তিগন সামিল হন এই মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত থাকা দৈনিক নগর সংবাদ পত্রিকার সম্পাদক রিয়েল রাজা বলেন, যে কনো অনলাইন পত্রিকা বন্ধ করার আগে নোটিশ দিতে হয় নোটিশ না দিয়ে কি করে সত্য প্রকাশ করা পত্রিকা গুলো বন্ধ করা হইলো।আমরা প্রশাসনের কাছে তার জবাব চাই। কেন আমাদের সত্য প্রকাশে বাধা দেয়া হচ্ছে। আমরা জানতে চাই কার ইন্ধনে এ পত্রিকাগুলা বন্ধ করে দেয়া হলো।
নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বললেন নারায়ণগঞ্জ ৩০০’শ শয্যা হাসপাতালের একটি নিউজকে কেন্দ্র করে রাতের আঁধারে কেন বন্ধ হইলো নারায়ণগঞ্জে ৫ টি অনলাইন পত্রিকা। নারায়ণগঞ্জে লকডাউনের সময় সকল পত্রিকা বন্ধ থাকলেও বন্ধ থাকেনি অনলাইন পত্রিকা গুলো তা হলে কেন বন্ধ হইলো নারায়ণগঞ্জে ৫ টি অনলাইন পত্রিকা।
নারায়ণগঞ্জ জেলা ডি,সি কে উদ্দেশ্য করে দেলোয়ার হোসেন আরো বলেন যদি কোন কারণ ছাড়া এই পত্রিকা গুলো বন্ধ হয়ে থাকে তা হলে যেনো অতি শিগ্রি এই পত্রিকা গুলো পুনরায় চালু করে দেওয়া হয়। আর নয়তো আগামীতে আমাদের কর্মসুচি আরো সাংবাদিক সহ নারায়ণগঞ্জ জেলার সাধারণ জনগণকে সাথে নিয়ে এর চাইতে কঠির কর্মসুচি দিতে বাদ্য হবো।
মানববন্ধনে উপস্থিত থাকা বর্তমান খবর এর বার্তা সম্পদক মোঃ আল আমিন বলেন, এ ভাবে বিনা নোটিশে পত্রিকা বন্ধ করে দেয়া কোন নিয়ম বা আইনের মধ্যে পড়ে না। দ্রুত পত্রিকাগুলো চালু করে দেয়ার আহ্ববান করছি। সত্য কোন দিন চাপা দেয়া যায় না তাই আমাদের কে বন্ধ করে দমিয়ে রাখা যাবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজি মোঃ ইসলাম মিয়া, সংগঠনের সভাপতি ও সভাপতিত্ব করেন মোঃ আঃরহিম, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি এস এম এনামুল হক প্রিন্স, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর ডালিম, কার্যকরী সদস্য বিশ্বজিত সুজন সাহা, মোঃ আরিফ হোসেন, মোঃ জাকির খান, বর্তমান খবর অনলাইন পত্রিকার সম্পাদক ইমরান খাঁন, বর্তমান খবর ও বাংলার মুখ অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আল আমিন অনলাইন সময় নারায়ণগঞ্জের সম্পাদক মাহাবুব রহমান খোকা, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ শরীফ সুমন, দৈনিক অগ্রবানী প্রতিদিনের যুগ্ন সম্পাদক উওম সাহা, যুগের চিন্তার সহ সম্পাদক মোঃ মাসুদ। স্টাফ রিপোটার তোতা মিয়া, দৈনিক নগর সংবাদ পত্রিকার সম্পাদক আঃরিয়েল রাজা, নির্বাহী সম্পাদক মোঃ আজম,, মফস্ব্ল সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর, প্রেস নারায়্রনগঞ্জের চীফ রিপোটার সৌরভ হোসেন সিয়াম, ক্রাইম নিউজ মিডিয়ার সম্পাদক মোঃশাহজাহান। মোঃ নুরে আলম আকন্দ, মোঃ খাজা মামুন, মোঃ মামুন। হাফসা আক্তার, আফসানা আক্তার, জুয়েল আহমেদ, তুষার, সোহেল রানা, শ্রাবন, ইশতিয়াক আহমেদ, পিংকন মজুমদার, সেলিম আহমেদ, মিলন।
Leave a Reply