কাউসার আহাম্মেদ শাওনঃ
সনাতন দর্মাম্বলীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক মোট ৫০টি পূজা মন্ডপকে সরকারি অনুদান হিসাবে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পূজা মন্ডপগুলির মধ্যে ফতুল্লা মডেল থানার ২৭টি , নারায়ণগঞ্জ সদর থানার ১৫টি ও সিদ্ধিরগঞ্জ থানার ৮টি মন্ডপে এই সরকারি অনুদান দেয়া হয়।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উপস্থিতিতে স্ব স্ব পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি অনুদানের এই নগদ অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
এসময়ে সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মনসহ বিভিন্ন পূজা মন্ডপের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply