নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মঙ্গলবার (৫ ই জানুয়ারি) বাংলাদেশ মানবাধিকার কমিশন( বি এইচ আর সি) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আরবান স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্র বিতরণ করা হয়। টাইম টু গিভ এর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্র পেয়ে সুবিধাবঞ্চিত প্রায় ১০০ ছাত্র ছাত্রীর মুখে হাসি ফুটে উঠে।
শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের বি এইচ আর সি নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটির সহ-সভাপতি রোকসানা খবির ও এরশাদুর রহমান উপস্থিত থেকে শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিএইচ আর সি নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমী, সহ-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম রুবেল, নাসিক কাউন্সিলর ও মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হাবিব বিন্নি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসিয়া সুলতানা, মাহবুবুর রহমান, মতিউর রহমান, কামরুল হাসান, রোকন শেখ, মীর মইনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস তনিমা, আফসানা আক্তার শিমু, আফসারুল হক ও ওসমান গনি প্রমুখ।
নারায়ণগঞ্জ আরবান স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসার ও স্কুল কমিটির সভাপতি নুরুল ইসলাম এই কার্যক্রমের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ শাখা ও সহযোগী সংগঠন কে ধন্যবাদ জানান।
Leave a Reply