নারায়ণগঞ্জ সংবাদদাতা :
সময়ের সাথে পাল্লা দিয়ে দিনের পর দিন বেড়েই চলছে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা। আবাসিক সংযোগ কিংবা বানিজ্যিক সংযোগ প্রতিটি ক্ষেত্রেই এ সংখ্যা চোঁখে পড়ার মতো। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসূত্রে নেওয়া হচ্ছে এসব অবৈধ গ্যাস সংযোগ। এসব সংযোগ বেশীরভাগ ক্ষেত্রেই বিপদজনক ভাবে নেওয়া হয় ফলে দূর্ঘটনার সংখ্যা এবং আশংকা আনুপাতিক হারে বেড়েই চলেছে। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব । আশার কথা হলো এসব সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন করা হচ্ছে এসব অবৈধ সংযোগ। তিতাস সূত্রে জানা যায়, গত কয়েক মাসে নারায়ণগঞ্জে তিতাসের করা অভিযানে বহুসংখক সংযোগ বিচ্ছিন্ন হয়। তার মধ্যে নারায়ণগঞ্জের সেনারগাঁও, রুপগঞ্জ, গজারিয়ার অভিযান গুলো অন্যতম এবং এই অবৈধ গ্যাস সংযোগের অভিযান অব্যহত থাকবে।
২০২১ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ রুপগঞ্জের কায়েতপাড়ায় অবস্থিত বালুনদীর চনপাড়া ব্রীজের পশ্চিম পাশে বিভার ক্রসিং ভাল্ব বন্ধ করে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৮ কিলোমিটার বিতরন লাইনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই উপজেলার কাঞ্চন ডিআরএস বিতরন লাইনে বিদ্যমান প্রায় ৪০ হাজার অবৈধ আবাসিক সংযোগ এবং প্রায় ৫০টি অবৈধ বানিজ্যিক সংযোগ ৫০ কিলোমিটার বিচ্ছিন্ন করা হয়। উক্ত অভিযান চালানো হয় গত মে মাসে এবং একই মাসে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বিআর স্পিনিং মিল এর নিকটে প্রায় ১০ কিলোমিটার বিতরন লাইন বিচ্ছিন্ন করা হয়। ফলে সোনারগাঁও এর বিভিন্ন এলাকায় বিদ্যমান অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ৭ হাজার বাসা-বাড়ী, ১ শত ছোট শিল্প কারখানা, ৫টি রেষ্টুরেন্ট এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও গত মে মাসে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় বিদ্যমান থাকা বিভিন্ন ইউনিয়নের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গোপন সংবাদের ভিত্তেতে করা এ অভিযানে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এর মধ্যে ১২ হাজার অবৈধ আবাসিক ও অনেক ক্ষুদ্র বানিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাসের এ সকল অভিযান সম্পর্কে সংবাদ প্রতিনিধিকে নিশ্চিত করেন তিতাসের এমডি আলী ইকবাল মোঃ নুরুল্লাহ। তার ভাষ্যমতে, শুধুমাত্র নারায়ণগঞ্জ নয় সারাদেশেই এ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ গ্যাস সংযোগকারী এবং সংযোগে সহযোগীতাকারী উভয়ের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এক্ষেত্রে দল,মত, নির্বেশেষে কাউকে ছাড় দেওয়া হবেনা। তিতাস এমডি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারনে ঘটা-দূর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং বাংলাদেশ সরকার যেন রাজস্ব বঞ্চিত না হয় সেই লক্ষ্যে উক্ত অভিযান নিরবিচ্ছন্ন থাকবে।
Leave a Reply