নারায়ণগঞ্জ জেলার আনাচে কানাচে বেড়েই চলছে কিশোর গ্যাং এর দৌরাত্ব। গলি, রাস্তার মোড়ে মোড়ে বা চায়ের দোকানে বসে নানা অরাজগতা সৃষ্টি করছে ১৫ থেকে ২০ বছরের কিশোররা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এলাকার কোনো সিনিয়র রাজনৈতিক নেতা বা বড় ভাইয়ের পৃষ্ঠপোষকতায় এই সমস্ত কিশোররা নিজেদেরকে অনেক বড়কিছু মনে করে ফলে ডেমকেয়ারভাবে যা খুশি তাই করে বেড়ায়।
শনিবার(০৯/০১/২১ইং) রাত আনুমানিক ৮.৩০ মি. এর দিকে নাসিক ০৮ নং ওয়ার্ড জেলেপাড়া পুলের নিচে ৩/৪ জন কিশোর বয়সের ছেলে জি এস এন্টারপপ্রাইজ (মেরিজ সিগারেট ডিষ্ট্রিবুটার) এর এক এস আর, মোস্তাফিজুরের কাছ থেকে তার কালেকশানের প্রায় ১৭০০০ টাকা ছিনতাই করে। এই সময় আশেপাশের লোকজন চেয়ে চেয়ে ঘটনা দেখে কিন্তু নিজেদের নিরাপত্তার ভয়ে কেউ কিছু বলার সাহস করেনি। আমাদের সংবাদ প্রতিনিধি সরেজমিনে গেলে এবং এব্যপারে খোজখবর নিতে চাইলে, আশেপাশের দোকানদারগন বলেন- এখানে কারা এই সকল অরাজগতা করে বেড়ায় তা সবাই জানে কিন্তু আমরা কিছু বলতে পারব না, বললে আমাদের ক্ষতি হবে, তখন কে দেখবে ? প্রশাসন, কাউন্সিলর যদি এ ব্যপারে কিছু না করে, আমরা সাধারন মানুষ আমরা কি করব ? এই সমস্ত ছেলেপেলেরা এলাকার কিছু কিছু নেতাদের জোড়ে চলে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে উল্টো নিজে বিপদে পরতে হবে।
Leave a Reply