ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের তিনটি উপজেলার ১৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৩ দিনব্যাপি নির্বাচনী এলাকায় সকল ধরণের লাইসেন্সধারী বৈধ অস্ত্র বহন, প্রদর্শন ও অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের জেএম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ এই তিন উপজেলার ১৬টি ইউনিয়নে ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ১৩ দিন এই আদেশ কার্যক্রর থাকবে। তবে সরকারী কর্মকর্তা, আইন-শৃংখলা রক্ষায় সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারী, আধা সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তর, আর্থিক অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর জন্য এই আদেশ প্রজোয্য নয়।
Leave a Reply