মেহেদী হাসান
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জে আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র ক্রয়, যাচাই-বাছাই শেষে সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ দেয়া হয়। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ কোর্টের উপজেলা নির্বাচন অফিসে এনায়েতনগর, গোগনগর ও কুতুবপুর ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এদিন নারায়ণগঞ্জ ইউপি নির্বাচনের জন্য ৬০জন চেয়ারম্যান পদে, ১১৯ জন সাধারন এবং সংরক্ষিত আসনে ২৮ জনকে প্রতীক দেওয়া হয়। সকাল থেকেই সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে জড়ো হন এবং নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন।
আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শাহ মোঃ আফানুর সুইট, ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামান মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবু বক্কর, ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ঈমান আলি, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ ফরিদ উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে তাদের নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন। ০৯ নং ওয়ার্ড প্রার্থী মোহাম্মদ ফরিদ নির্বাচনী প্রতীক তালা মার্কা নিয়ে এবার প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিবেন। মোহাম্মদ ফরিদ সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
Leave a Reply