মোঃ ওয়ারদে রহমান:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অরুন চন্দ্র দাস এর বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে এক বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে নগরীর লয়েল ট্যাংক রোড এলাকায় দরিদ্রভান্ডার কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার সভাপতি দীপক কুমার সাহা এর সভাপতিত্বে এই বিশেষ প্রার্থনার আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অরুন চন্দ্র দাস এর বিদেহী আত্মার শান্তি কামনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ শেষে এক বিশেষ প্রার্থনা করা হয় এবং পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় প্রার্থনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সংগঠনের ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানার সভাপতি শংকর দাস ও সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ আরও অনেকে।
Leave a Reply