কাউসার আহাম্মেদ শাওনঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকায় সোমবার রাতে একটি ঔযধের দোকানে দঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সেবা ঔষধালয় নামে ঔযধের দোকানে এই চুরির ঘটনা ঘটে, প্রতিষ্ঠানের মালিক লুৎফর রহমান। চোরেরা দোকানের সাটারের তালা ভেঙ্গে এক লাখ টাকার মালামালসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। ফতুল্লা থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে জানা যায়- তল্লা ছোট মসজিদ মাকের্টের দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে সেবা ঔষধালয় নামক একটি ফামের্সী প্রতিষ্ঠান। দোকানের মালিক লৎফর রহমান প্রতিদিনের মতো রাত সোয়া ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানের পাশের বাড়ীর এক ভাড়াটিয়া মহিলা দোকান মালিককে ফোন করে জানায় তার দোকানের সাটারের তালা ভাঙ্গা।
লুৎফর খবর পেয়ে দোকানে এসে দেখতে পান- দোকানের তালা ভাংগা এবং দোকানের সুকেসের দুই থাকের প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ঔষধ এবং ক্যাশের ড্রয়ার ভেঙ্গে প্রায় ৫ হাজার টাকা চোর নিয়ে গেছে। পরবর্তিতে ফতুল্লা থানায় অভিযোগ করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সোহাগ চৌধুরী অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন- অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবেন।
Leave a Reply