নিজস্ব সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ীর ঐতিহ্যবাহী ডিএসএস ক্লাব মাঠটিকে বহুবার দখলের পায়তারা করছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীমহল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র হস্তক্ষেপের কারণে ঐতিহ্যবাহী এ মাঠটিকে দখল করতে প্রায় প্রতিবারই ব্যর্থ হয় ওই প্রভাবশালীরা। মেয়রের দ্রুত হস্তক্ষেপে অবশেষে আলোর মুখ দেখে মাঠটি।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সেই মাঠটিতে বৃক্ষরোপন করে ক্রীড়া ও সামাজিক সংগঠন বঙ্গসাথী ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল মাঠের মূল ফটকের সামনে একটি বটগাছের চারা রোপন করে এ বৃক্ষরোপনের উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী মাঠটিকে শুধু দখলমুক্তই করেননি, মাঠটিকে মিনি স্টেডিয়াম করার জন্য দ্রুত উদ্যোগ নেন। ২০১৯ সালের ২৫ জুন (মঙ্গলবার) মাঠটিকে মিনি স্টেডিয়াম গড়ার কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। মাঠটির সংস্কার কাজের ব্যয় ধরা হয় দুই কোটি আটত্রিশ লাখ টাকা। সেই থেকে দ্রুত গতিতেই এগিয়ে চলছে এর নির্মাণ কাজ। বর্তমানে এ মাঠটির প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই মাঠটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
বৃক্ষরোপন কর্মসুচির এসময় উপস্থিত ছিলেন, বঙ্গসাথী ক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়জুল ইসলাম রুবেল, সাবেক সহ-সভাপতি মাতিন মোল্লা, সদস্য মোঃ নাসির ও ডিএসএস ক্লাব একাডেমীর সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান প্রমূখ।
Leave a Reply