বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর খালপাড় এলাকায় কাফনের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এসআই শহিদুলের বিরুদ্ধে বৃদ্ধা কমলা বেগমের প্রকাশিত অডিও বক্তব্যে নিয়ে সর্বমহলে বেশ আলোঢ়ন সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনা থেকে এসআই শহিদুল নিজেকে রক্ষার্থে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দিয়ে কাফনের টাকা হাতিয়ে নেওযার ঘটনাকে আড়াঁল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৩ ডিসেম্বর দিবাগত রাতে বন্দরের দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার ইউসুফ আলীর স্ত্রী বৃদ্ধা কমলা বেগমের কাফনের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এসআই শহিদুলের প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে বৃদ্ধা কমলা সংবাদকর্মীদের কাছে শহিদুলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন।
মুঠোফোনে বৃদ্ধা নারী বলেন-আনুমানিক রাত ২ টায় আমার বাড়িতে বন্দর থানার এসআই শহিদুল ইসলাম আসে। পরে ঘরের দরজা খুলে দিলে পুলিশ, সাংবাদিক ও সোর্স ঘরের ভিতর ঢুকে ঘরের সবকিছু তছনছ করে। পরে আমরা ছেলের টাকা এবং আমার জমানো কাফনের টাকা খুঁজে পায় এবং নিয়ে নেয়। আমি সহ আমার ছেলে সবাই বলে এ টাকা আমার মায়ের জমানো টাকা, কাফনের টাকা। তখন তারা কোন কথাই শুনেন নাই, তারা টাকা নিয়ে যাবেই। আমরা সবাই অনেক বার বলছি, প্রয়োজনে কোরআন শরীফে হাত দিয়ে শপথ করার কথা বলেও দারোগা শহিদুলের হাত থেকে কাফনের জমানো টাকা রক্ষা করতে পারি নাই। টাকা নেওয়ার সময় বাধা দিলে শহিদুল দারোগা বলে বেশি কথা বললে হাতে হাত কড়া লাগায় দিবো, সাথে ধরে থানায় নিয়ে যাবে বলে।
Leave a Reply