স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিনিয়র ডেপুটি ম্যানেজার বরুণ কুমার সরকারের নেতৃত্বে একটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে কয়েক শত নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
আজ (২৩ ডিসেম্বর) বুধবার এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ভবনাথপুর ও রতনপুর গ্রামের নারী-পুরুষগন মহাসড়ক অবরোধ করে। কারণ জানতে চাইলে তারা বলেন- আমাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে এই গ্যাস সংযোগ দেয়া হয়েছে, এখন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হলে আমাদের কাছ থেকে নেয়া টাকা ফেরত চাই, দিতে হবে,- এই দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।
পরে সোনারগাঁ থানা থেকে পুলিশ এসে তাদের সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Leave a Reply