নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল যেন প্রাইভেট ক্লিনিক ও দালালদের জন্যে অভয়ারণ্যে পরিনত হয়েছে। বাংলাদেশ সরকার খানপুর ৩০০ শয্যা হাসপাতালটিকে বর্তমানে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করছে। অনেক রোগী তা সঠিকভাবে জানেনা বিধায় তারা চিকিৎসার জন্য খানপুর হাসপাতালেই আসছে আর এই সুযোগই নিচ্ছে প্রাইভেট ক্লিনিক ও দালালরা। চিকিৎসা সেবা নিতে এসে রোগীরা হচ্ছেন প্রতারিত।
খানপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালে এসে দেখেন এখানে শুধুমাত্র করোনা রোগের চিকিৎসা হচ্ছে আপাতত অন্য রোগীর চিকিৎসা হচ্ছে না। এই সমস্ত রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের দালালরা ১০ টাকা টিকিটে চিকিৎসা করা হয় বলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। এই সমস্ত প্রাইভেট ক্লিনিকগুলো ১০ টাকা বিজিটে রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে কিন্তু বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার নাম করে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
বর্তমান খবর এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে সরেজমিনে গেলে দেখা যায় -এখানে আশেপাশের কতগুলো প্রাইভেট ক্লিনিক (মাতৃসেবা ক্লিনিক, জাহান ক্লিনিক, গ্যাসটোলিব) এর দালালরা রোগীর জন্য যত্রতত্র ঘুড়ে বেরাচ্ছে। এই সমস্ত প্রাইভেট ক্লিনিকের প্রায় ২০ জন দালাল- হাসান,সায়েব আলী, হযরত, ফয়েজ, রাসেল, ইবু,সিনু,দিন ইসলাম,আফজাল, রাজিয়া,লতা, ফরিদা, শিউলি,তাসলিমা, সুমি, নাসিমা, মর্জিনা এরা রোগীদের ১০ টাকা টিকিটে চিকিৎসা হবে বলে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। ১০ টাকায় চিকিৎসা দিয়ে নানান পরিক্ষা নিরিক্ষার নাম করে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলো প্রশাসনের সঠিকভাবে তদারকির অভাবে। করোনার এই বিপদকালীন সময়ে এমপি সাহেব, ডিসি সাহেব, এস পি সাহেবসহ সকলকে এব্যপারে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান শুশীল সমাজ।
Leave a Reply