নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিপক্ষের লোকজন আবুল হাসনাত জুয়েল নামে এক ব্যক্তির জমি জোর পূর্বক জবর দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিচ্ছে। গত মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকালে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। গত শনিবার (৫ ডিসেম্বর) জমির মালিক ভুক্তভোগী সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখত অভিযোগ দায়ের করেন। বিবাদী লিপি আক্তার গং-রা জোর পূর্বক জমি দখলের পায়তারা করছে। বিবাদীরা বাদীকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে তািই বাদী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- ভিূক্তভোগী ৫.৫০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন ধরে ভোগ দখল করে শান্তিপূর্নভাবে বসবাস করছে। একই এলাকার জাহাঙ্গীর আলম( ৩৮) পিতা-মৃত সোবহান মোল্লা, লিজন (২৮), লিমন (২০) উভয় পিতা মৃত শাহিন, লিপি আক্তার (৪৫) স্বামী মৃত শাহিন মিয়া, শাহনাজ বেগম (৬০) স্বামী মৃত সোবহান মোল্লা,উপজেলার ছোট অর্জন্দী এলাকার আসাদ (৫০) পিতা মামুন মিয়া,রবিন (২৮) পিতা আদাধ মিয়া বেশকিছুদিন ধরে জমিটি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় (১লা ডিসেম্বর) মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ভুক্তভোগীর জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন আবুল হাসনাত জুয়েল মিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে ধাওয়া করে। জুয়েল মিয়ার ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিক্ষের লোকজন চলে যায়।
সরেজমিনে এলাকাবাসীর সূত্রে জানা যায়- লিপি আক্তার স্বামী মারা যাওয়ার আগে তার কিছুই ছিলো না। স্বামীর মৃত্যুর পরপরই গার্মেন্টস কর্মী পরিচয় দিয়ে তিনি অবৈধ ব্যাবসায় জড়িয়ে পড়ে, গড়ে তুলে আলিসান বাড়িসহ লক্ষ লক্ষ টাকার সম্পদ। আলিসান বাড়িতে অচেনা পুরুষদের আনাগোনা নিত্যদিনের ঘটনা। তাছাড়া লিপি এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে যারা এলাকার নিরিহ মানুষের জমি জোরপূর্বক দখল, মাদক ব্যাবসাসহ নানাবিধ সমাজ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন।এই মাদক থেকে এলাকার যুবসমাজকে বাঁচাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান- এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply