ষ্টাফ রিপোর্টঃ
৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন- আন্তর্জাতিক নারী দিবস, নারীর মানবাধিকার আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন। ১৮৫৭ সালে ৬ মার্চ সর্ব প্রথম নিউ ইয়র্কের একটি সুচ কারখানায় নারী শ্রমিকেরা মজুরী বৈষম্য দূর করা, ভোটাধিকার প্রদান, প্রসুতিকালীন ছুটি ও অমানবিক শ্রমঘণ্টা কমিয়ে আনার দাবীতে আন্দোলন করে। এ আন্দোলন দিন দিন বেগবান হতে থাকে। এই প্রেক্ষিতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত হয় প্রথম আন্তজাতিক নারী সম্মেলন।
জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন পুরুষের পাশাপাশী নারীর সম-অধিকারের দাবী জোরালো করেন। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনের পর থেকেই ক্লারা জেটকিনের নেতৃত্বে নারীরা আরো ঐক্যবদ্ধ হন এবং ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে থাকে। পরবর্তিতে ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ১৯৮৪ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক “নারী দিবস” হিসেবে ঘোষণা করে।
সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সহ-সভাপতি কৃষ্ণ ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক প্রতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমীন, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা প্রমূখ। সভায় অন্যান্য আরোও সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply