কাউসার আহম্মেদ শাওনঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ০৮ নং ওয়ার্ডের তাঁতখানা ও ধনকুন্ডা এলাকায় প্রায় ৬০০ পরিবারের মাঝে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ২য় পর্যায়ের ঈদ সামগ্রী বিতরণ করেন। এই ঈদ সামগ্রী( ১৫০০শাড়ি,লুঙ্গী, ১২০০ প্যাকেট ঈদের খাবার) বিতরণ কার্যক্রম ১০,১১ ও ১২ মে তারিখে পাঠানটুলি সরকারি প্রথমিক স্কুল, এনায়েতনগর স্কুল, তাঁতখানা সরকারি প্রাথমিক স্কুল ও ধনকুন্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হবে।
১১ ই মে রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ধনকুন্ডা হাই স্কুল মাঠ প্রঙ্গন এবং বিকেল ৩ টায় তাঁতখানা প্রাইমারি স্কুলে নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল আমিন মোল্লা নিজ উদ্যেগে দ্বিতীয় পর্যায়ে প্রায় ৬০০ লোকের মাঝে ঈদের পেষাক ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মহ্উিদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সাউদ, হাজী আব্দুস সালাম, আমিন ভূইয়া, খাইরুল ইসলাম, নাসিক ০৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: আক্তার হোসেন, আয়নাল, দিল মোহাম্মদ দিলু, নজরুল ভূইয়া প্রমুখ।
Leave a Reply