কাউসার আহম্মেদ শাওন: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা মানুষের বেঁচে থাকার জন্য অন্যতম পাঁচটি মৌলিক উপাদান। যে কোনো রাষ্ট্রের রাষ্ট্র যন্ত্র এই মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়েই রাষ্ট্র কার্য পরিচালনা করে। প্রতিটি রাষ্ট্র তার বিভাগ, সিটি, জেলা, থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রমের মাধ্যমে এই পাঁচটি মৌলিকা চাহিদা পুরন করে থাকে। চিকিৎসা এ মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম একটি চাহিদা। আমাদের দেশে সরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি বিভাগীয়পর্যায়ে, সিটি পর্যায়ে, জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ও এর বাহিরে নয়। নাসিক নগর মাতা ডাঃ সেলিনা হায়াৎ আইভির ঐকান্তিক প্রচেষ্টা ও স্বদিচ্ছায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে মা ও শিশু স্বাস্থ্য সেবা দিতে বর্তমানে নাসিক সিটির তত্ত্বাবদানে নিজস্ব অর্থায়নে চারটি হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।
নাসিকের নিজস্ব অর্থায়নে নির্মিত এ সকল হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমের ব্যাপারে সরজমিনে গেলে দেখা যায় – এখানে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা, মাতৃত্ব কালিন চিকিৎসা সেবা, নরমাল ডেলিবারি, সিজারিয়ান ডেলিবারি, আল্ট্রাসনোগ্রাম সহ অন্যান্ন ল্যাব সুবিধা দেয়া হয়। এ ছাড়াও চোখ ও দাঁতের চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি হাসপাতাল থেকে মাঠ পর্যায়ে নাসিকের ২৭ টি ওয়ার্ডেই প্যারামেডিক ও নার্স দ্বারা স্বাস্থ্য সেবা দেয়া হয়ে থাকে।
নাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী
এ ব্যাপারে নাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী বলেন, আমাদের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি তার নিরলস প্রচেষ্টায় আমাদের এ হাসপাতালগুলো তৈরী হয়েছে নারায়ণগঞ্জের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। এখানে নগর মাতৃসদনে ২৪ ঘন্টা মেডিকেল অফিসার, গাইনি বিশেষজ্ঞ , শিশু বিশেষজ্ঞ ও ডেলিবারির জন্য ডাক্তার আছে। আমাদের চিকিৎসা সেবার জন্য ২ টি এম্বুলেন্স, আল্ট্রাসনোগ্রাম মেশিন, অক্সিজেন দেয়ার মেশিন, এনলাইজার মেশিন সহ পরিপূর্ণ ল্যাব ব্যবস্থা আছে। হরমোন এনালাইজার মেশিন খুবদ্রুতই চিকিৎসা সেবায় যোগ হবে।
নাসিক হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ডাঃ নেসার হাসান তমাল সংবাদ প্রতিনিধিকে বলেন, আমাদের চারটি হাসপাতালের মধ্যে নাসিক ২১ নং ওয়ার্ডে হাসপাতালটিতে মা ও শিশুর (ডেলিবারি সহ) পরিপুর্ন স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং বাকী তিনটিতে নিয়মিত রোগীদেখা হয়। আমাদের নগর মাতৃসদনে ডেলিবারি ডাক্তার, গাইনি ও শিশু বিশেষজ্ঞ সহ ২৪ ঘন্টা ডাক্তার থাকে এছাড়াও বাকী তিনটি হাসপাতালের প্রতিটিতে একজন এমবিবিএস সহ ৩ জন প্যারামেডিক ও ৬ জনকরে নার্স চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। এদের মাধ্যমে আমাদের ২৭ ওয়ার্ডেই এলাকা ভিত্তিক স্বাস্থ্য সেবা দেয়া হয়ে থাকে। আমরা নারায়ণগঞ্জ সিটির প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই।
Leave a Reply