কাউসার আহাম্মেদ শাওনঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে নাসিক-০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামীলীগ নেতা ও চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি মহসিন ভূইয়া। ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় মোঃ মহসিন ভূঁইয়া এলাকার ময়মুরুব্বি, যুবসমাজ ও কর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মহসিন ভূইয়া বলেন- সবাই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন, আমি মহসিন ভূইয়া, নাসিক- ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী। আমার ওয়ার্ডের মা-বোন, ভাই-বন্ধু, তরুন-বৃদ্ধ সবাই পরিবর্তন চায়, আমি সেই পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এবার কাউন্সিলর পদে নির্বাচন করছি। আগামী ১৬ জানুয়ারী নির্বাচন উপলক্ষে আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। সবাই দোয়া করবেন যেন শান্তি-শৃংখলভাবে, শুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি।
Leave a Reply