নারায়ণগঞ্জ প্রতিনিধি: দড়জায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্য এই সিটি নির্বাচনকে সামনে রেখে সিটির সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নাসিক নির্বাচনী এ লড়াইয়ে আলাদা করে আলোচনায় আছেন নাসিক- ১০,১১ ও ১২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনোয়ারা বেগম। ১০,১১ ও ১২নং ওয়ার্ডে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারও মিনোয়ারা বেগম শক্ত অবস্থানে রয়েছেন এবং তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। তার দীর্ঘ ক্যারিয়ারে কোনো রাজনৈতিক দলের উল্লেখ করার মতো পদ-পদবী না থাকলেও ভোটের সময় ভোটারদের সমর্থন লাভে মিনোয়ার বেগমের জুড়ি নেই।
নারায়ণগঞ্জ পৌরসভা সিটি কর্পোরেশনে রূপ পেয়েছে, কমিশনার পদবী পরিবর্তন হয়ে কাউন্সিলর করা হয়েছে। তবুও অবস্থান নড়চড় হয়নি মিনোয়ারা বেগমের । নাসিক- ১০,১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী জনপ্রতিনিধি তিনিই। তাই মিনোয়ারর সঙ্গে অন্য কারো প্রতিদ্বন্ধীতা হবে কিনা সংশয় রয়েছে।
নাসিক-১০,১১ ও ১২ নং ওয়ার্ড বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, মিনোয়ারা দীর্ঘদিন ধরে উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দু:খে পাশে রয়েছেন। এ কারণে তিনি ভোটারদের কাছে অত্যান্ত প্রিয়। প্রার্থী যারাই থাকুক বিপুল ভোটে মিনোয়ারা বেগমই আবার নির্বাচিত হবেন।
মিনোয়ার বেগম প্রতিনিধিকে জানান, দল-মত নির্বিশেষে এলাকার সবাই আমাকে ভালোবাসে। ফলে নারায়ণগঞ্জ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যায়ক্রমে কমিশনার ও কাউন্সিলরের দায়িত্ব পালন করছি। কার সঙ্গে প্রতিদ্বন্ধীতা হবে তা নিয়ে তিনি ভাবতে চান না বলে জানান। আমি ওয়ার্ডবাসীর জন্য কাজ করি তারাই আমাকের প্রতিবারের মত নির্বাচিত করবে ইনশা- আল্লাহ। প্রসঙ্গত, ২০০৩ সালে পৌরসভা থাকাকালীন তরুণ বয়সে সংরক্ষিত ওয়ার্ডে কমিশনার নির্বাচিত হন মিনোয়ারা। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশণ রূপান্তরিত হওয়ার পর থেকে টানা ২ বারই কাউন্সিলর নির্বাচিত হন মিনোয়ারা।
Leave a Reply