ঈদুল আযহা পরবর্তীতে কোরবানির বর্জ্যসহ অন্যান্য ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে নাসিক ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও “টিম ৭১” পরিবার। পরিবেশের সৌন্দর্য রক্ষা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে এই অভিযান পরিচালিত হচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন নাসিক ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল।
বর্তমান খবর প্রতিনিধিকে কাউন্সিলর সাদরিল বলেন – পূর্ব ঘোষনা অনুযায়ি আজ শনিবার সকালে কলাবাগ শাহী জামে মসজিদ এলাকার ‘’মোঃ জহিরুল ইসলাম বীরবল’’ ভাইয়ের বাড়ির সামনের ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়ে আমি ও আমার ‘’টিম ৭১’’ এর সদস্যরা , এলাকার যুবসমাজ ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে পরিস্কার কাজ পরিচালনা করি l
এলাকাবাসীকে অনুরোধ জানাই তারা যেনো ঐ স্থানে ময়লা না ফেলে সিটি কর্পোরেশন এর ভ্যান এ তাদের ময়লাগুলো ফেলে l সবাই নিজ থেকে সচেতন হই এবং আমাদের এই ওয়ার্ডটা কে সুন্দর রাখি।
কাউন্সিলর সাদরিল আরও বলেন- সামনের সময়ে ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বাড়বে তাই মশক নিধন জরুরি। এই জন্য সিটি কর্পোরেশন বা আমার নিজ উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে অতিতের মতো কার্যক্রম চলবে।
এলাকার সকলের প্রতি আমার অনুরোধ- আপনারা আপনাদের বাড়ি ও বাড়ির চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন, সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন, মাক্স পরবেন, সাবান দিয়ে হাত ধোবেন। সবাইকে শুভেচ্ছা,ভালো থকবেন, সুস্থ থাকবেন।
Leave a Reply