কাউসার আহাম্মেদ শাওন
ষ্টাফ রির্পোটারঃ
হাটি হাটি পা পা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বয়স ১০ বছর অতিবাহিত হচ্ছে, ৩য় সিটি নির্বাচন আসন্য। নাসিক সিটির সর্বত্র নির্বাচনি হাওয়া বইছে। পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। এবার নির্বাচনে নাসিক ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এখন পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের নির্বাচনে অংশ গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেছেন এবং নিজেদের মতো করে প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
আয়শা আক্তার দিনা
আয়শা আক্তার দিনা, তিনি নাসিক ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল( বি এন পি) দলীয় প্রার্থী, গত বছর করোনা কালীন সময়ে তিনি সরকারি ত্রাণ, সিটি কর্পোরেশনের ত্রাণ, ব্যক্তিগত উদ্যোগ ও বিভিন্ন সংস্থা হতে প্রাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। পুনরায় তিনি নাসিক ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনগনের সেবা করার লক্ষে্য নির্বাচন করবেন।
রেহেনা পারভিন
রেহানা পারভিন, তিনি নাসিক ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নারায়ণগঞ্জ এর নেত্রি। নাসিক ৩য় নির্বাচনে তিনি আবার প্রতিদন্ধিতা করার আশা ব্যাক্ত করেন।
তাসনূভা নওরিন ইসলাম ভূইয়া
তাসনূভা নওরিন ইসলাম ভূইয়া, তিনি সাবেক গোদনাইল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম ভূইয়ার একমাত্র সন্তান এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম রমিজ উদ্দিন ভূইয়া সাহেবের ভাতিজি। আওয়ামী রাজনিতি পরিবারের সদস্য তাসনূভা নওরিন ইসলাম ভূইয়া গত করোনা কালীন সময়ে ব্যক্তিগত পর্যায়ে আর্থিক ও ত্রাণ সহায়তা নিয়ে মানুষে পাশে দাড়িয়েছেন, করোনা রোগীদের শ্বাশকষ্ট লাগবের জন্য ৩টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এছারাও তার বাবা-চাচার দেওয়া জায়গায় নির্মিত কমিউনিটি ক্লিনিকের রোগীদের জন্য নিজ অর্থায়নে বেড এর ব্যবস্থা করেছেন। বর্তমানে তিনি নাসিক ০৭, ০৮ ও ০৯ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করে তার বাবা-চাচার মতো জনগণের সেবা করতে চান।
শারমিন শাকিল মেঘলা
শারমিন শাকিল মেঘলা, তিনি বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক। তিনি এবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৩য় নির্বাচনে ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান এবং জনগণের সেবা করার সুযোগ প্রত্যাশী।
Leave a Reply