ডেস্ক রিপোর্টঃ
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ড এনায়েতনগর অধিবাসী মো: এমরান হোসেন নিজের জালিয়াতি ঢাকতে ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। কাজী কেবল নেটওয়ার্ক নামক ব্যবসা প্রতিষ্ঠানের ডিস ব্যবসা পরিচালনার হিসাব নিয়ে এমরান অন্যান্য পার্টনারদের সাথে জালিয়াতি করে। নিজের জালিয়াতি ঢাকতে এমরান কাউন্সিলরের নামে মিথ্যা অপবাদ করছে বলে জানা যায়।
ঘটনার বিবরনে জানা যায়- নারায়ণগঞ্জ জেলার কেবল অপারেটর ও ফিড অপারেটর প্রতিষ্ঠান “কাজী কেবল নেটওয়ার্ক” নামে ডিস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জনৈক মো: আমজাদ হোসেন, এমরান মালিক নয়। জনাব আমজাদ হোসেনের ডিস ব্যবসা ০১/০৩/২০১৯ ইং তারিখে জনাব সাইফুল ইসলাম ও এমরান চালানোর জন্য ৩০০ টাকার ষ্টামে চুক্তিবদ্ধ হয় যেখানে ব্যবসার লভ্যাংশ ৬০% পাবে সাইফুল ইসলাম এবং ৪০% পাবে এমরান। এই চুক্তিতে অন্যান্য স্বাক্ষীগনের সাথে স্থানীয় কাউন্সিলর হিসেবে স্বাক্ষী থাকেন রুহুর আমিন মোল্লা। বিগত ৪/৫ মাস যাবত এমরান অন্য অংশিদার সাইফুল ইসলাম কে তার পাওনা লভ্যাংশ নানা টালবাহানা করে দিচ্ছে না। সাইফুল ইসলাম তার পাওনা টাকা না পেয়ে ঘটনা কাউন্সিলরকে জানালে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এমরানকে ডেকে সাইফুলের চুক্তি মোতাবেক পাওনা টাকা বুঝিয়ে দিতে বলেন। আর তাতেই মাদকসেবী জালিয়াত এমরান নাসিক-০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর অভিমত সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন তাই বিরোধী পক্ষের ইন্দনে কাউন্সিলরের বদনাম করার লক্ষ্যে এমরান এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনার পরিপেক্ষিতে এলাকাবাসী ও সুশীল সমাজ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ইন্দনদাতাসহ এমরানে শাস্তি দাবী করে।
Leave a Reply