নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮নং ওয়ার্ড ভূইয়াপাড়া তে মহিউদ্দিন নামে এক বাড়িওয়ালা পেশী শক্তির প্রভাব খাটিয়ে ১৪ বাড়ির ড্রেনের লাইন প্রায় ১০/১২ দিন যাবত বন্ধ করে দিয়েছেন। এই ১৪ বাড়ির প্রায় ৫০ টি পরিবারের ব্যবহার্য পানি এবং গোসলখানা ও টয়লেটের দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে চলাচলের রাস্তা সয়লাব হয়ে আছে যার ফলে চরম ভোগান্তিতে আছে ৫০ টি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ। সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষ ও এলাকার তিনজন কাউন্সিলর এর সমাধান এখনো করতে পারেনি।
মহিউদ্দিন সাহেব একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তিনি দীর্ঘদিন যাবত কানাডাপ্রবাসী ছিলেন। প্রায় দেড় মাস পূর্বে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব দেশে এসে তার বাড়ির জায়গায় মেপে বাড়ির চারদিকে সীমানা দেয়াল নির্মাণের পরিকল্পনা করেন। প্রায় তিন বছর পূর্বে মহিউদ্দিন সাহেবের সাথে আলাপ-আলোচনা করে পার্শ্ববর্তী ১৪ বাড়িওয়ালা এর ড্রেনের লাইন মহিউদ্দিন সাহেবের বাড়ির পাশ দিয়ে অস্থায়ীভাবে সংযোগ করেন। নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এই অস্থায়ী ডেনটিকে স্থায়ীভাবে আগামী জানুয়ারিতে করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
মহিউদ্দিন সাহেব বতমানে বাড়িতে এসে তার বাড়িসহ রেলওয়ে সরকারি জায়গায় দেয়াল নির্মান করতে গেলে এসি লান্ড হতে মেইজিষ্টে্রট এসে দেয়াল নির্মান কাজ বন্ধ করে নিষেধাজ্ঞা দিয়ে যায়। তারপরেও মহিউদ্দিন সাহেব পেশিশক্তির প্রভাব খাটিয়ে পায় ১০/১২দিনপুবে ড্রেন বন্ধ করে দিয়ে তার নিমান কাজ চালিয়ে যাচ্ছেন। ড্রেন বন্ধ করে দেওয়ার ফলে ড্রেন হতে ময়লা পানি বেরিয়ে চলাচলের রাস্তায় জমা হয়ে হাটু পযন্ত হয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে, দুগন্ধ ছড়াচ্ছে, মশামাছির উপদ্রুপ বারছে এবং ভোগান্তিতে পড়ছেন বসবাসকারি ৩০০ জনগণ। এ ব্যপারে ১৪ বাড়ির ৩০০ জনগণ নাসিক০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি ইফতেখার আলম খোকন, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ৩ মিনুয়ারার কাছে জানিয়ে ও এখনো কোনো সমাধান পাচ্ছেন না।
Leave a Reply