নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডস্থ ভূইঁয়া পাড়ায় প্রবাসী এক বাড়িওয়ালা তার বাড়িতে নির্মাণ কাজ করতে গেলে আশেপাশের ১৪ বাড়ির ড্রেনের লাইন বন্ধ হয়ে চলাচলের রাস্তায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভোধ পরিস্থিতির সমস্যা সমাধানে নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিক ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্যানেল মেয়ের-৩ মিনুয়ারা মিনু জলাবদ্ধ অবস্থা পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।
প্রবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন তার বাড়ির নির্মাণ কাজ করতে গেলে ড্রেনের সংযোগ বন্ধ হয়ে পাশবর্তী ১৪ বাড়ির ড্রেনের দূগন্ধযুক্ত ময়লা পানি চলাচলের রাস্তায় জমে জলাবদ্ধ হয়ে প্রায় ৫০ পরিবারের ২৫০ জন লোকের চরম দূ:ভোগের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষের মধ্যে ঝগড়াও হয়। ভূক্তভোগী ১৪ বাড়ির জনগণ সিদ্ধরগঞ্জ থানা ও কাউন্সিলর অফিসে যোগাযোগ করলে কাউন্সিলরগন আজ সোমবার(০৭.১২.২০২০ ইং) বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের বাড়িতে দুই পক্ষের সাথে বসে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সভায় নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা আগামী ০২ বছরের মধ্যে বাড়িওয়ালাগন জায়গা ছাড়লে রাস্তা ও ড্রেন করে দিবেন এবং আস্থয়ীভাবে পূর্ববর্তী ড্রেন বলবৎ থাকবে। আগামী ০২ বছরের মধ্যে যদি বাড়িওয়ালাগন রাস্তা ও ড্রেনের জন্য প্রয়োজনীয় জায়গা না ছাড়ে তাহলে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব তার বাড়ির উপর দিয়ে ড্রেন বন্ধ করে দিবেন এতে কারো কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
Leave a Reply