নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডস্থ ভূইঁয়া পাড়ায় প্রবাসী এক বাড়িওয়ালা আশেপাশের বাড়ির ড্রেনের লাইন বন্ধ করে ফলে চলাচলের রাস্তায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভোধ পরিস্থিতির সমস্যা সমাধানে নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিক ১০, ১১ ও ১২ নং মহিলা কাউন্সিলর প্যানেল মেয়ের-৩ মিনুয়ারা মিনু জলাবদ্ধ অবস্থা পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ঘটনার বিবরণে জানা যায় -যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন দির্ঘদিন কানাডা প্রবাসী। তার বাড়ির উপর দিয়ে প্রায় ৩ বছর পূর্বে তার সাথে আলোচনা করে পাশবর্তী ১৪ বাড়ির ড্রেনের পাইপ লাইন সংযোগ দেয়া হয়। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন দেশে এসে বাড়ির সিমানা দেয়াল নির্মাণ করার সময় ড্রেনের পাইপ ছুটিয়ে সংযোগ বন্ধ করে দেয়। ড্রেনের সংযোগ বন্ধ করে দেওয়া হলে পাশবর্তী ১৪ বাড়ির ড্রেনের দূগন্ধযুক্ত ময়লা পানি চলাচলের রাস্তায় জমে জলাবদ্ধ হয়ে প্রায় ৫০ পরিবারের ২৫০ জন লোকের চরম দূ:ভোগের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। ভূক্তভোগী বাড়ির জনগণ সিদ্ধরগঞ্জ থানা ও কাউন্সিলর অফিসে যোগাযোগ করলে গত ০৩- ১২- ২০২০ ইং তারিখে ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে উভয় পক্ষকে ডাক। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব সময় পরিবর্তন করে ০৫- ১২- ২০২০ ইং তারিখে বসার কথা বলেন, পরবর্তীতে নির্দিষ্ট সময়ে তিনি বসতে পারেননি।
বর্তমান খবর এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করতে গেলে তার আত্মীয় বি এম কামরুল বলেন -গত ৫ বছর যাবৎ বাড়ির উপর দিয়ে ড্রেন, রাস্তাও নেই কিন্তু রাস্তা ও ড্রেনের জন্য এতলোক বসবাস করে অথচ কারো কোনো মাথাব্যথা নেই। তাই মহিউদ্দিন সাহেব ড্রেন বন্ধ করেন যাতে সবাই রাস্তা ও ড্রেনের জন্য উদ্যোগ নেয়।
নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বর্তমান খবর প্রতিনিধি কে বলেন -আমি খবর পেয়েছি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব অসুস্থ্য তাই তিনি সময় দিয়েও বসতে পারেনি। একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না।
নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সাথে বর্তমান খবর এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন- মহিউদ্দিন সাহেব নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছেন তিনি অসুস্থ্য তাই আমরা তিন কাউন্সিলর ড্রেনের অবস্থা দেখে সবার সুবিধার্থে যে সিদ্ধান্ত নিব তা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব মেনে নিবেন।
Leave a Reply