নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি মামুন খানের বাড়িতে গত সোমবার( ০৯ ই নভেম্বর) ০৪ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়। আলী ৪২ নামের এক নরপশু এই ধর্ষণ প্রচেষ্টা করে, সে পেশায় একজন হোটেল মেসিয়ার। বাড়িওয়ালা মামুন খান ধর্ষণের এই ঘটনা কে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ধর্ষক কে গ্রেফতার করে।
সরেজমিন ঘটনার বিবরণে জানা যায়- কমল ও প্রতিবন্ধী পলি দম্পতি ০৪ বছরের মেয়ে কাকনকে নিয়ে মামুন খানের বাড়িতে ভাড়ায় থাকে। ধর্ষক আলী ও এই বাড়িতে ভাড়া থাকে। গত সোমবার কমল- পলি দম্পতি মেয়েকে নানির কাছে রেখে কাজে গেলে, আনুমানিক ০৩ টা বাজে ধর্ষক আলী শিশু কাকনকে তার ঘরে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। অতপর ধর্ষণ প্রচেষ্টা করলে শিশুটি ব্যাথায় কান্না করলে ধর্ষক আলী শিশুটিকে ছেড়ে দেয়। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা মামুন খান ধর্ষক আলীকে আর্থিক জরিমানা করে শালিস করার চেষ্টা করেন। ঘটনা আরও প্রকাশ পেলে আজ বুধবার(১১.১১.২০২০) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম এস আই মেহেদীর নেতৃত্বে ধর্ষক আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকার জনগণ ধর্ষকের কঠোর শাস্তি দাবি করে।
Leave a Reply