নারায়নগঞ্জ সিটি কর্পোরশেন নাসিক সিটিতে এবার ৭টি হাটের অনুমতি দিয়েছে। নাসিক ০৮ নং ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠ তার মধ্যে একটি। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে হাট কতৃপক্ষ ব্যাপক স্বাস্থ্য সেবামূলক ও নিরাপত্তামূলক ব্যাবস্থা গ্রহন করে হাটের কার্যক্রম শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে গরু ছাগল আসতে শুরু করেছে।
নাসিক ০৮ নং ওয়ার্ডের ২ নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ডের পাশে ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে এই হাটের ইজারা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মো: শাহ আলম। গত ১৬ ই জুলাই ইজারাদার শাহ আলম হাট পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে সুষ্ঠুভাবে হাট পরিচালনার জন্য এক সভার আয়োজন করেন।উক্ত সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পুর্নাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৩শে জুলাই বাদ আসর মিলাদ মাহফিলের মাধ্যমে হাটের উদ্ভোধন করা হয়। মিলাদে অংশ নেন নাসিক ১০ নং ওয়ার্ড ও ০৮ নং ওয়ার্ড কাউন্সিলরগন। উদ্ভোধনি সভায় মহানগর আওয়ামীলীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বলেন-দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু এসেছে। দেশের বর্তমান অবস্থায় সবার আগে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যসেবা।আপনারা খেয়াল রাখবেন হাটে আগত লোকজন যেন মাক্স পরে, সবার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যাবস্থা রাখবেন।নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রাখবেন।যখনই প্রয়োজন হবে আমাকে ডাকবেন সব সময় আমি আপনাদের পাশে আছি। সবার সুস্বস্থ্য ও করোনা মুক্ত বাংলাদেশ কামনা করি। সবার জন্য ঈদুল আযহার শুভেচ্ছা রইল।
নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন-আপনারা যারা হাটের কমিটিতে আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, আপনারা স্বস্ত্র্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতি করে হাট পরিচালনা করবেন্। যেকোন ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন,মাক্স পরবেন,নিয়মিত সাবান দিয়ে হাত ধোবেন,সামাজিক দুরত্ব বজায় রাখবেন, সবাইকে ঈদ মোবারক।
Leave a Reply