ইমরান হোসেন খাঁনঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডে ২৮ সেপ্টেম্বর নতুন কাউন্সিলর কার্যালয় উদ্ভোধন করেন নাসিক মেয়র ড: সেলিনা হায়াৎ আইভি। জাঁকজমকপূর্ণভাবে এ কার্যালয়টি উদ্বোধনের সময় দলে দলে সাধারণ মানুষের উপস্থিতি মুখরিত হয় অনুষ্ঠানস্থল । ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন এর অনুষ্ঠানে নাসিক মেয়র এর উপস্থিতির কারণে জনসমুদ্রে পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন- আমি জনগণের মেয়র ,আমি সকলের মেয়র । জনগণের ভোটে নির্বাচিত হয়েছি সেজন্য আমি সব সময় আমার জনগণকে নিয়েই ভাবি। ৮ নং ওয়ার্ডে কি পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে সে বর্ণনা আমি আর দিব না, আপনার ৮ নং ওয়ার্ডে বসবাস করেন আপনারাই বিবেচনা করেন। আপনাদের উপরেই এই বিচারের দায়ভার দিয়ে গেলাম। এগুলো সব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান । আমি কোন একক ব্যক্তির মেয়র নয় আমি সবার মেয়র।
সভাপতিত্ব কালে রুহুল আমিন মোল্লা বলেন, আজকে যে কার্যালয় উদ্বোধন হচ্ছে এটা কেবল জনগণের কার্যালয়। কারো একক কোনো কার্যালয় এটা নয়। আপনাদের সেবা দেওয়ার জন্যই এই কার্যালয় উদ্বোধন করা হচ্ছে এবং তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সবাই যে কোন প্রয়োজনে কার্যালয়ে আসবেন এবং এই কার্যালয়টি সংরক্ষণ করে রাখবেন। যেহেতু কার্যালয়টি সকলের সেহেতু এটা রক্ষা করার দায়িত্ব সকলেরই।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং জাঁকজমকপূর্ণভাবে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনাব রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা শাহ আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর মিনুয়ারা বেগম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিল মোহাম্মদ দিলু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ওয়াসিম, যুবলীগ নেতা পুষণ সহ আওয়ামী লীগ যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
Leave a Reply