কাউসার আহম্মেদ শাওনঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ০৮ নং ওয়ার্ডের পাঠানটুলি ও এনায়েতনগর এলাকায় প্রায় ৭৫০ পরিবারের মাঝে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঈদ সামগ্রী বিতরণ করেন। এই ঈদ সামগ্রী( ১৫০০শাড়ি,লুঙ্গী, ১২০০ প্যাকেট ঈদের খাবার) বিতরণ কার্যক্রম ১০,১১ ও ১২ তারিখ পাঠানটুলি সরকারি প্রথমিক স্কুল, এনায়েতনগর স্কুল, তাঁতখানা সরকারি প্রাথমিক স্কুল ও ধনকুন্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হবে।
১০ ই মে রোজ সোমবার সকাল ১১ টায় পাঠানটুলি সরকারি প্রথমিক স্কুল এবং বিকেল ৩ টায় এনায়েতনগর স্কুলে নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল আমিন মোল্লা নিজ উদ্যেগে প্রাথমিক পর্যায়ে প্রায় ৭০০ লোকের মাঝে ঈদের পেষাক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক কৃষক লীগ ইয়াসিন মিঞা, গোদনাইল ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মোঃ শাজাহান, আইল পাড়া পঞ্চায়েত কমিটির মোঃ ইসমাইল মাদবর, আইল পাড়ার মুরব্বি সিরাজ মিঞা,০৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা পূষণ, স্বেচ্ছা সেবকলীগ নেতা কাজী ওয়াসীম প্রমুখ।
Leave a Reply