কাউসার আহম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩য় মেয়াদের নির্বাচন সম্পুর্ন হয়েছে। মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভিসহ প্রায় বেশির ভাগ ওয়ার্ডেই পুরনো কাউন্সিলরই পাশ করেছেন। আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে সিটির প্রায় সর্বত্র, তবে কিছু কিছু ওয়ার্ডে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনাও ঘটছে। নাসিক ০৮ নং ওয়ার্ড তেমনি একটি ওয়ার্ড। বিগত ৩ বারের কাউন্সিলর হিসেবে এই ওয়ার্ড থেকে রুহুল আমিন মোল্লা নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডের বেশ কিছু জায়গায় নির্বাচনের পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে, ভাংচুর ও মারামারীর ঘটনা ঘটেছে, এই ব্যপারে স্থানীয় শান্তিপ্রিয় জনগণ কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে।
১৬ তারিখ নির্বাচন শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত ওয়ার্ডের প্রায় জায়গায় মারামারী, ভাংচুরসহ নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রতিপক্ষ সমর্থকরা একে অপরকে নানা রকম কটুক্তি করছে, যার ফলে বাড়ছে সহিংসতার ঘটনা। স্থানীয় শান্তিপ্রিয় জনগণ এই সহিংসতার অবসান চায়, আর তাই কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply