মহান বিজয় দিবসে নাসিক ০৮ নং ওয়ার্ডের ভূইয়া পাড়া বীর মুক্তিযুদ্ধা মহিউদ্দিন নিজ বাসভবন “মুক্তিযুদ্ধ ভবনে” এক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিনকে আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে জার্মানিতে পাঠান, পরবর্তিতে মুক্তিযুদ্ধা মহিউদ্দিন কানাডা প্রবাসি হন।
১৯৭১ সালের সেই ভয়াবহ ও উত্তাল দিনগুলোতে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ছিলেন টগবগে তরুণ, উচ্ছল,উধ্যাম। নারায়ণগঞ্জ গোদনাইলের ছেলে মহিউদ্দিন দেশকে শত্রুমুক্ত করতে ট্রেনিং নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং বিভিন্ন অপারেশনে শত্রুসেনাদের বিরুদ্ধে বিপুল বিক্রমে লড়াই করেন। সেই প্রচিন কাল থেকেই নারায়ণগঞ্জের ঐতিহ্য ক্ষ্যাতি বিশ্বব্যাপি। বাংলাদেশের জন্য নারায়ণগঞ্জ অন্যতম এক টানিং পয়েন্ট আর তাই নারায়ণগঞ্জ কে নিজেদের আয়ত্তে রাখা পাকিস্তানের জন্য অন্যতম মাথা ব্যথার কারন।
যুদ্ধকালিন সময়ে পাকিস্তানি আর্মির জন্য নারায়ণগঞ্জে আনাগোণা ছিল বেশি। অন্য দিকে বাংলার দামাল ছেলে বীরমুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ কে তথা সারা বাংলাদেশ কে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করতে বদ্ধ পরিকর। ততকালিন পাকিস্তানি আর্মীদের এবং তাদের সাজোয়া বহর ও রসদ এবং যোগাযোগ ব্যাবস্থা বানচাল করার জন্য মুক্তি বাহিনির সদস্যরা ব্রীজ, কালভার্ট বোমায় উড়িয়ে দিয়ে পাকিস্তানিদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। এমনই এক ঘটনার পরিপেক্ষিতে জেলেপাড়া ব্রীজ বোমায় উড়াতে গিয়ে বোমার আঘাতে মুক্তি যোদ্ধা মহিউদ্দিন আহত হন এবং তার একটি হাত উড়ে যায়, আহত অবস্থায় তাকে চাদর দিয়ে পেচিয়ে হোসেন মিয়া ও আরো কয়েকজন প্রথমে তাকে শীতলক্ষ্যা নদীর অন্যপাড়ে এক বাড়িতে নিয়ে যান এবং যতটুকু সম্ভব হয় প্রাথমিক চিকিৎসা দেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আহত মুক্তিযোদ্ধা মহিউদ্দিন কে নিজ হাতে চামচ দিয়ে খাইয়ে দেন। পরর্বতীতে অনুকুল পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিউদ্দিন কে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠান। পরবর্তীতে মুক্তি যোদ্ধা মহিউদ্দিন দীর্ঘদিন যাবত কানাডা প্রবাসী হন। বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন এবং বিজয় দিবস নিজ বাসভবন ” মুক্তিযোদ্ধা ভবন” এ উদযাপন করেন ,বিজয় দিবসের শুরুতে রাত ১২ আতস বাজীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময়ে উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও চৌধুরী বাড়ী ব্যাবসায়ী এসোসিয়েশন সভাপতি মহসিন ভূইয়া, বিশিষ্ট জ্বালানি তেল ব্যাবসায়ী মেহেদী প্রমূখ।
Leave a Reply