কাউসার আহম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
আদমজী- ঢাকেশ্বরী- হাজীগঞ্জ- চাষাড়া রেলওয়ে সাইটিং রোডে একনেক এর প্রকল্প অনুযায়ী রোডস এন্ড হাইওয়ে ভাষা সৈনিক নাগীনা যোহা রোড করার কাজ প্রক্রিয়াধীন। এই কাজের পরিপেক্ষিতে অব্যবহারিত রেল রাস্তার দুই পাশে বসবাসকারী ভূমিহীন জনগণ উচ্ছেদ থেকে বাচার দাবীতে, নিজেদের মাথা গোজার ঠাঁই রক্ষার্থে আন্দোলন সংগ্রাম করে আসছে দির্ঘ্যদিন। রাস্তার কাজের জন্য রোডস এন্ড হাইওয়ে থেকে ০৯ নবেম্বর সকাল ১০ ঘটিকায় উচ্ছেদ অভিযানে এলে রাস্তার দুই পাশে বসবাসকারী উত্তেজিত জনতা হামলা করলে ০২ জন আহত হয়। এই সময় হামলাকারীরা “ক্রাইম লেটার” পত্রিকার সংবাদকর্মীর ক্যামেরা ছিনিয়ে নেবার চেষ্টা করে।
ঘটনার বিবরণে জানা যায়, আদমজী- ঢাকেশ্বরী- হাজীগঞ্জ- চাষাড়া রেলওয়ে সাইটিং রাস্তাটি প্রায় ৩০ বছর যাবত রেল চলাচল বন্ধ আছে। রাস্তার দুই পাশে ছিন্নমূল জনগন দির্ঘ্যদিন যাবত ঘর-বাড়ি করে বসবাস করছে এবং দোকান-পাট করে ব্যবসা করে আসছে। প্রায় বছর খানেক পূর্বে একনেক থেকে রাস্তা করার জন্য সরকারীভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং এই রাস্তার নামকরণ করা হয় প্রয়াত এমপি নাসিম ওসমান, এমপি সেলিম ওসমান এবং এমপি শামীম ওসমান এর মা ভাষাসৈনিক নাগীনা যোহা সড়ক। একনেক-রোডস এন্ড হাইওয়ের এই রাস্তার কাজের জন্য রাস্তার দুই পাশে বসবাসকারী ছিন্নমূল বাসিন্দাদের উচ্ছেদ করতে বেকু নিয়ে এলে রাস্তার পাশে বসবাসকারী উত্তেজিত জনগণ বেকুর ড্রাইভার মো: আরিফুল ইসলাম ও সাইট ম্যানেজার মো: আল-আমিন হোসেনকে হামলা করে এবং বেকু ভাংচুর করে। এসময় রোডস এন্ড হাইওয়ের উচ্ছেদ অভিযানে অংশ নেন এস ডি সি- সামিউল কাদের খাঁন, এস ও- ফেরদুস, সর্ভেয়ার- সোহাগ,সাইট ইঞ্জিনিয়র- মো: মিলন হোসেন, সাইট ম্যানেজার- মো: আল-আমিন, বেকু ড্রাইভার- মো: আরিফুল ইসলাম। আহত আরিফুল ও আল-আমিন খাঁনপুর মেডিকেল থেকে চিকিৎসা নেয়।
রোডস এন্ড হাইওয়ের এস ডি সি- সামিউল কাদের খাঁন মুঠোফোনে সংবাদ প্রতিনিধিকে বলেন- এই রাস্তার কাজটি প্রায় বছর খানেক আগে সরকারীভাবে অনুমোধন হয়েছে। আমরা অনেকবার রাস্তার পাসে থাকা লোকজনদের রেলওয়ে জায়গা খালি করতে বলেছি, মাইকিং হয়েছে অথচ আজ আমরা উচ্ছেদ অভিযানে গেলে উত্তিজিত জনতা আমাদের উপর হামলা করে বেকু ক্ষতিগ্রস্থ করে এবং আমাদের লোকজনকে মেরে আহত করে।
হামলায় আহত বেকু ড্রাইভার আরিফুল বলেন- আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি অথচ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আজ আমাদের উপর সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী লোকজন যেভাবে আক্রমন করেছে হয়তো মা-বাবার দোয়া ছিল তাই বেঁচে গেছি। আমরা তো কাজ করতে এসেছি, হুকুমের গোলাম। আমাদের জানের নিরাপত্তা কোথায়?
হামলা শেষে উত্তেজিত জনতা নারায়ণগঞ্জ- চিটাগাংরোড হাইওয়ে অবরোধ করে সভা করে। সভায় উচ্ছেদ অভিযান প্রতিরোধ কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন- মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে আমাদের দাবী, রাস্তার জন্য কোন আপত্তি নাই, আমরা উন্নয়নের পক্ষে কিন্তু রাস্তার জন্য যতটুকু জায়গা প্রয়োজন তা নেবার পরও অনেক জায়গা থাকবে, আমরা ভূমিহীন, আমাদের মাঝে সেই জায়াগা লীজ দেয়া হোক। মুজিব শতবর্ষে আপনার ঘোষণা কেউ ভূমিহীন থাকবে না তাহলে এই দেশের নাগরিক হিসেবে আমরা কি থাকার জায়গা পাব না?
Leave a Reply