ষ্টাফ রিপোর্টঃ
নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার, গণমানুষের নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের পক্ষ থেকে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি, আওয়ামীলীগ নেতা মহসীন ভূইয়ার উদ্যোগে নাসিক ০৮ নং ওয়ার্ড তাঁতখানা স্কুল মাঠে জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সা.সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবকলীগ সভাপতি জুয়েল হোসেন জুয়েল, মজিবুর রহমান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, হাজী ইয়াসিন সেক্রেটারি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, আওয়ামীলীগ নেতা শাহ আলমসহ এলাকার স্থানীয় আওয়ামী নেতাকর্মী।
নাসিক ০৮ নং ওয়ার্ড তাঁতখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওযামী লীগ নেতা মহসীন ভূইয়া বলেন- নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা শামীম ওসমান এম পি সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, স্টেডিয়াম, ডি এন ডি প্রজেক্টসহ মেঘা প্রকল্পগুলিই তার মাধ্যমে করা। বর্তমানে এই শীতের সময় আমি যখন এমপি মহোদয়কে আমার এলাকার জনগণের জন্য শীতবস্ত্রের কথা বললাম তখন এমপি সাহেব নিজে উৎসাহি হয়ে আমাকে সহযোগীতার আশ্বাশ দেন এবং তার উৎসাহ ও সহযোগীতায় আজকের এই আয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা শামীম ওসমানের জন্য সকলে দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply